রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে রাঙামাটি শহরের জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা আওয়ামীগের প্রচার সম্পাদক রফিকুল মাওলা,দপ্তর সম্পাদক রফিক আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক জমীরউদ্দীন, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শামসুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মমতাজউদ্দিন, সাবেক যুবলীগ সেক্রেটারি মিন্টু মারমা। দীপক দাশ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
এই সময় বক্তারা পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে এবং সরকারের উন্নয়নের প্রকৃত সুফল তৃণমূলে পৌঁছে দিতে হলে এইসব স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার কোন বিকল্প নেই। নেতাকর্মীদের তাই সব বিরোধ ও কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।