সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু চাকমা রাণী ইয়েন ইয়েনকে ইঙ্গিত করে বলেন, বিলাইছড়িতে যে ঘটনা ঘটেছে,এটা সত্যি হলে আমরাও এর বিচার চাই,প্রতিবাদ জানাই। এটা নিয়ে অপরাজনীতি করার চেষ্টারও নিন্দা জানাই। তারা দুই কিশোরীকে নিজেরে জিম্মায় নিয়ে নিজেদের মতো করে স্টেটমেন্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি জটিল করার চেষ্টা করছেন। আজকে যারা মানবাধিকারের নামে এই দুই কিশোরীকে নিয়ে যেতে চাইছেন,যখন ঝর্ণা খীসাকে মারা হলো তারা তখন কোথায় ছিলেন? এখনো দুই কিশোরীর চিকিৎসক রিপোর্ট পাওয়া যায়নি,দুই কিশোরীর দাদুকে কারা অপহরণ করে আটকে রেখেছে,সেটা বের করতে হবে।
‘যারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী বাঙালির সহাবস্থান চান না,তারা ইচ্ছে করলে এই দেশ ছেড়ে চলে যেতে পারেন’ মন্তব্য করে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে পার্বত্যবাসিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
রবিবার চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এইসব কথা বলেন ফিরোজা বেগম চিনু।
সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক দীপংকর তালুকদার,সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু,বনরূপা ব্যবসায়ি সমিতির সভাপতি আবু সৈয়দ,বাস লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম,আসবাবপত্র ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক আব্দুল শুক্কুর,রিজার্ভবাজার ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক হেলালউদ্দিন,তবলছড়ি ব্যবসায়ি সমিতির নেতা মামুনুর রশীদ,কাপ্তাই ব্যবসায়ি সমিতির সভাপতি অংসুই প্রু মারমা,মারমা সাংষ্কৃতিক সংস্থার উপদেষ্টা রাসেল মার্মা প্রমুখ।
৩৮ Comments
Strongly bolun plz….ai rokom durabostha CHT-chilo na khakono !!!
আমরাওতো এটাই বলতে চাই এমন দূরাবস্থা আগে কখনো ছিলোনা। সেটেলারদের কারনেই আজ পুরো পার্বত্য চট্টগ্রামের এই চরম অবস্থা। কি বলেন সত্যি বলি নাই ? #Salim Abul
setter bolta tumi..ki bujasso…tara ki Bangladesh’r bahirer lok naki !!?
Bangladesh e bahire na but tara ak ak son of bitch ???
galagal korletoh tomara R-O somalochitoh hoba..
হাইরে সেটেলার,কোন দেশ উড়ে এসে জুড়ে বসে কাকো দেশ সাড়তে বলেন?যে নদীর ভাংগা দেশ থেকে অায়ছেন বরংচ অাপনারা চলে যান,তাহলে অামরা পাহাড়িরা পাহাড়ে অনেক সুখে থাকবো।অার একটা অনুরোধ চলে যাওয়ার সময় অাপনাদের প্রান প্রিয় দূলাভাই দীপংকর কে নিতে যেন ভূল না হয়।
Go Burma. Land of flat nose Burmese.
go back seterars bangali from hill
মাগনা এম পি কয় কি? তার বেলা যদি হয় তাহলে কি করতে, মা জাতী হয়েও মায়ের মান রাখলি না
ঠিক ওদের কে মায়ানমারে পাঠানো হউক
Nurul Bashar, তুইতো একটা রোহিঙ্গা, এইখানে কি করছ ? আরাকান যা রেশন পাবি গেলে।
মায়ানমার থেকে জে ভাবে কুত্তার মত পালিয়ে আয়সচ সেই ভাবে চলে যা
তোমাদের পাঠানো হবে খুব শিঘ্রী
এখন বলবে তো!
তোমারে আম্বালীগ সরকারে হেব দ, আস্থে আস্থে গরি।
দীপংকর কাকু এখন জুম্ম রাজাকার।
ঠিকাদার চিনু কয় কি?
চিনুরে চুদাচুদি করতে অনেক আরাম পাবেরেই দুস্ত
হায়রে চিনু, বলতে থাক আর কি বলার আছে, কিছুদিন পর এমনিতেই তোর আর বেইল থাকবে না। তখনতো ঐ তোর সেটেলার দীপঙ্কররেও কাছে পাবি না। কার জায়গায় বসে থেকে কাকে তুই চলে যেতে বলিছ। আল্লায় কি তোরে একটুও কি লাজ লজ্জা হায়া দেয় নাই।?
হাইরে চিনু ম্যাডাম রাজাকার তুমি দেশে জন্য আর কি বলে উসকানি কথা ছাড়া,
hahaha…..
চিনু দিদি কেনে চলর
Pagoler prolap????
চুদামারার জায়গা আছে কি
আপনার নিজের পূর্বের ইতিহাস জানুন চিনু আপনি কি, কোথায় থেকে ।
Amra apnake chaina
চিনু ম্যাম একথাটি গাজা খেয়ে বলেন নি তো? সহাবস্থান কাকে বলে? আমার বোনকে মানুষ রূপী পশুরা ঘরে ডুকে ধর্ষণ করবে আর আমি চুপচাপ মেনে নেব, তাই কি সহাবস্থান?আমার খাদ্যগ্রাস কেড়ে আপনারা ভোগ করবেন আর আমি চুপচাপ মেনে নেব, তা কি সহাবস্থান? আপনার চাপিয়ে দেওয়া অযোক্তিক কাজ চুপচাপ করতে হবে, তাই কি সহাবস্থান?
চিনু ঠিক বলেছে, উপজাতিরা
অল্প সংখ্যক রাস্ট দ্রোহীদের সাতে জড়িত এইদেশকে ভাল না লাগলে
দেবাশিস রায়ের মতো বার্মিজ বিবাহ করুন সে খানে, ছলে যান,
নেএি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।
নেত্রি তুমি শুধু লারি, লারি চলর। অারা অাছি ১১ মাসের লাই। হা, হা, হা।
সেটেলাররা চলে যেতে পারেন
চিংনু কাকি আপনার লাইগ্যা এই ব্যাংঙের মাংস দিয়া দাওয়াত দিলাম
সেটেলারকি আমারদেশআমি সরনারঠি ওরা বার্মমিজ ওরা চাকমাওরাচলেজাবে বার্মা
এই লন
তুমি যাও তোমার মায়ের হেদার ভিতরে, দেশী মাগী চুদাইতে আইচস।
চিংনু জন্য উপহার দিলাম
সবার আগে চিনু মাগীটাকে বংগপসাগরে পাঠানো লাগবে,,,,,,
এই সব আবুল- তাবুল না বলে, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সবার সামনে তুলে দরুন