‘ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুত আমরা’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক আব্দুল জব্বার ও সিভিল সার্জন ডাক্তার শওকত হোসেন র্যালিটির নেতৃত্বে দেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে আলোচনা সভা করে।
এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।