‘বাংলাদেশের মধ্যে ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত পার্বত্য অঞ্চল। পার্বত্য এলাকার মধ্যে রাঙামাটি বর্তমানে ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে উচ্চ ম্যালেরিয়া প্রবণ মৌসুমে ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য জেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের নিয়ে বিশেষ এ্যাডভোকেসি সভায় বক্তারা মন্তব্য করেন। আরেক পার্বত্য জেলা বান্দরবান ম্যালেরিয়ার ঝুঁকিতে প্রথম স্থানে আছে বলে জানিয়েছেন বক্তারা।
শনিবার সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
সভায় বিশেষ অতিথি ছিলেন ম্যালেরিয়া এন্ড প্যারামাট্রিক ডিজিজ কল্ট্রোল ইউনিট, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো: আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন সিদ্দীকি, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন ডা. সোনিয়া চক্রবর্তী, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এস আক্তারুজ্জামান।
সভায় বক্তারা আরো বলেন, পার্বত্য এলাকায় ম্যালেরিয়া প্রতিরোধে সকলকে সমন্বয় করে কাজ করতে হবে। দুর্গম এলাকায় ম্যালেরিয়ার প্রবণতা বেশি, তাই আমাদেরকে সে সকল এলাকাতে ম্যালেরিয়া প্রতিরোধ মশারি বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।