জাকির হোসেন, দীঘিনালা ॥
উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্প গ্রহণ করে সরকার। যা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে চলমান রয়েছে। কিন্তু জেলার দীঘিনালা উপজেলায় প্রকল্পটির ট্রেড পরিবর্তন করে এক বিষয়ের প্রশিক্ষককে অন্য বিষয়ে পদায়ন করে নিজ এলাকার বাইরে বদলি করার অভিযোগ উঠেছে। তাতে দেখা গেছে, যে প্রশিক্ষক মোমবাতি তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্ত তাঁকে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষক হিসেবে অন্য উপজেলায় বদলি করা হয়েছে। এবং তার স্থলাভিষিক্ত করা হয়েছে অন্য উপজেলা থেকে বিউটিফিকেশন প্রশিক্ষককে বদলি করে এনে। এতে করে মেয়াদভিত্তিক প্রকল্পের চাকুরীতে নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষক শিশু সন্তান নিয়ে অন্য উপজেলায় গিয়ে ভোগান্তিতে পড়তে হবে বলে দাবি করেছেন। এছাড়া, যিনি ভার্মি কম্পোস্ট তৈরিতে অভিজ্ঞ নন; মোমবাতি তৈরির প্রশিক্ষক হয়ে তিনি কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করা শিখাবেন আর বিউটিফিকেশন কিভাবে শিখাবেন মোমবাতি তৈরি এমন প্রশ্নও সেই ভূক্তভোগি প্রশিক্ষকের। এরকম প্রশিক্ষকের ট্রেড পরিবর্তনের কারণে প্রকল্পের সফলতাও অনিশ্চয়তার মুখে পড়ার আশংকা করছেন ভূক্তভোগি প্রশিক্ষক।
প্রকল্পটিতে দীঘিনালা উপজেলার প্রথম ও সংশোধিত ২য় প্রকল্পে ক্রিস্টাল শো-পিস ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং এর প্রশিক্ষক হিসেবে যোগদান করেন সুখী চাকমা। সুখী চাকমা জানান, তিনি মোমবাতি তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু যোগদানের এক সপ্তাহ পরে তাঁকে তাঁর প্রশিক্ষিত ট্রেড পরিবর্তন করে জেলার মানিকছড়ি উপজেলায় ভার্মি কম্পোস্ট প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়। এবং তাঁর পদে স্থলাভিষিক্ত করা হয়েছে একই প্রকল্পের মানিকছড়ি উপজেলার বিউটিফিকেশন বিপুনিকা চাকমাকে। কিন্তু দীঘিনালার বাসিন্দা হয়ে দুইটি শিশু সন্তান নিয়ে মানিকছড়িতে অন্য ট্রেডে দায়িত্ব পালন তাঁর জন্য অনেক কষ্টকর বলে জানান সুখী চাকমা।
বিপুনিকা চাকমা জানান, চাকুরির শুরুতে মাকিছড়িতে বিউটিফিকেশন ট্রেডে যোগদান করলেও মোমবাতি তৈরির প্রশিক্ষণও নিয়েছেন তেনি। তাই তিনি মোতবাতি তৈরির প্রশিক্ষক হিসেবে দীঘিনালায় বদলি হয়েছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা জানান, প্রথম মেয়াদের চাকুরির সময়সীমা শেষ হওয়ার পর দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়া হয়েছে; সেখানে নির্ধারিত ট্রেডে থাকতে হবে এরকম নিশ্চয়তা নেই। আরেক প্রশ্নের জবাবে সুষ্মিতা খীসা বলেন, ‘এখন অনলাইনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। বিপুনিকা মোমবাতি তৈরি শিখতে অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছে, সুখি চাকমাও চাইলে অনলাইনে ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ নিতে পারে।’