বান্দরবানে মোটর সাইকেল দূর্ঘটনায় মো: জাহেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানায়, বান্দরবান সদরের ক্যায়াং মোড় এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাউন্ডারি ওয়ালে ধাক্কা লাগে। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম মাে: জাহেদ (২৫)। সে মেম্বার পাড়ার বাসিন্দার মুত বজল আহমেদ মেস্ত্রীর পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, মোটর সাইকেল দূর্ঘটনায় এক যুবকের মত্যূ হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।