বান্দরবানে মোটর সাইকেল দুর্ঘটনায় এক তরুনীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা সদরের কালাঘাটা নতুনব্রীজ এলাকায় চলন্ত মোটর সাইকেল থেকে বন্দনা ত্রিপুরা (১৫) নামে এক তরুনী পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তরুনীকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত তরুনী জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাথরাই ত্রিপুরার কন্যা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, মটর সাইকেল থেকে পড়ে গিয়ে তরুনীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।