শুভ্র মিশু ॥
পার্বত্য জেলা রাঙামাটিতে ৭ম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি তিন উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও দুর্গম জুরাছড়ি উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন স্থগিত করা দুই ইউনিয়ন পরিষদ হচ্ছে জুরাছড়ি উপজেলার মৈদুং ইউনিয়ন ও দুমদুম্যা ইউনিয়ন।
বৃহস্পতিবার শেষ বিকালে নির্বাচন কমিশন থেকে প্রেরিত এক বার্তায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান।
তিনি জানান, জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রেরিত একটা চিঠিতে জুরাছড়ি উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। কোন কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে সে সম্পর্কে আমি নিশ্চিত নই। অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।