রাঙামাটি
মৃত্যুবার্ষিকীতে শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ রাঙামাটিতে

নিজস্ব প্রতিবেদক ।।
শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাঙামাটি জেলা শাখার আয়োজনে সোমবার রিজার্ভ বাজার শিশু নিকেতন মিলনায়তনে বিকাল ৪টায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। মৃত্যুবার্ষিকীতে প্রথমে শিশু নিকেতন প্রাঙ্গণে সংগঠনের নেতৃবৃন্দ ফলজ বৃক্ষ রোপণ করে বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন। পর্যায়ক্রমে জেলায় ১ হাজার চারা রোপণ করা হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভার সভাপতিত্ব করেন জেলা সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে। এসময়ে আরো বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সভাপতি টুকু তালুকদার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বড়ুয়া, শিক্ষক মঈন উদ্দিন মিন্টু।
স্মরণসভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীচক্র এখনো সক্রিয়, জাহানারা ইমামের শুরু করা সংগ্রাম এখনো শেষ হয় নাই। একই সাথে শহীদজননী জাহানারা ইমামের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।