
সুহৃদ সুপান্থ/ আরমান খান
রাঙামাটির লংগদু উপজেলার সাত ইউনিয়নেই নৌকার প্রার্থী বিজয়ী হবেন এবং নির্বাচনও সুষ্ঠু-সুন্দর-নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।
ভোটের মাত্র কয়েকঘন্টা আগেও লংগদু উপজেলায় অবস্থান করা এই নেতা পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বলেছেন, আমাদের নৌকার প্রার্থীরাই বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এবং সবগুলো ইউনিয়নেই আমরা বিজয়ী হব।’
ভোটের দিন দুপুরের দিকে রাঙামাটি ফিরবেন জানালেন তিনি। তবে তার উপস্থিতির কারণে সেখানকার ভোটে প্রভাব পড়বে কিনা এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার আদৌ কোন সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মুছা মাতব্বর জানান, আমি লংগদু থাকলেও কোন কেন্দ্রে যাবনা,বাসা থেকেও বের হবনা। কিছু কারণে আমাকে এখানে থাকতে হয়েছে। তবে নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানান তিনি।
এর আগে বিদ্রোহে ছারখার লংগদু আওয়ামীলীগের ঐক্য তৈরি এবং প্রার্থীদের প্রচারনায় অংশ নিতে পাঁচ দিন আগে সেখানে যান মুছা। তার সাথে আছে জেলা আওয়ামীলীগের দুই প্রভাবশালী নেতা রফিক আহমেদ তালুকদার,রফিকুল মাওলা এবং জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শামসুল আলম।
এর আগে মুছা জানিয়েছিলেন প্রচার শেষে ৫ তারিখ বিকালেই রাঙামাটি ফিরবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তিনি ফিরেননি। এবং ভোটের একদিন আগে রবিবার রাত আটটায় জানিয়েছেন, ভোটের দিন দুপুরের পর ফিরবেন তিনি। ধারণা করা হচ্ছে,লংগদু আওয়ামীলীগের ‘বিদ্রোহী নেতা’রা ভোটের দিন ভোটের মাঠে যেনো কোন ‘অপ্রীতিকর’ ‘অস্বস্তিকর’ কিংবা ‘সহিংস ভূমিকা’ রাখেন কিনা তা স্বপক্ষে দেখার জন্যই সেখানে রয়ে গেছেন জেলা আওয়ামীলীগের দ্বিতীয় শীর্ষ এই নেতা।