চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বাঁশখালী সাংসদের অনুসারীদের হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রাঙামটিতে মানববন্ধন পালিত হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড রাঙামাটি জেলার উদ্যোগে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ এবং বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর সন্তান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড রাঙামাটি জেলার আহ্বায়ক নুর আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্তান কমান্ডের সদস্য সুব্রত দাশ, জুয়েল বড়ুয়া, উত্তম দেবনাথ, দিদারুল আলম ও রবি বড়ুয়া।
বক্তারা মানববন্ধনে বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও একজন সাংসদের নির্দেশে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলা এবং একই সাথে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের ওপর হামলার নিন্দা জানান। একই সাথে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।