খাগড়াছড়িতে ইউপিডিএফের অন্যতম সংগঠক মিঠুন চাকমা খুনের ৭ দিনের মাথায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফ সংস্কারপন্থী দলের শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে মিঠুনের জেঠাতো ভাই অনি বিকাশ চাকমা বাদী হয়ে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোঃ নোমানের আমলী আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহন করতে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
মামলায় আসামীরা হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস) সংস্কারপন্থী গ্রুপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল তালুকদার ওরফে মেজর পেলে (৬৫), নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সহ সভাপতি শক্তিমান চাকমা(৫২), বাঘাইছড়ির সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা ৪২), সদ্য গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক’র আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা(৪২), সদস্য সচিব শ্যামল কান্তি চাকমা ওরফে জলেয়া (৪০), উজ্জ্বল কান্তি চাকমা ওরফে প্রত্যয় (৪০), সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমা (৫০), পান্ডব চাকমা ওরফে রণয়(৩৯), দীপন আলো চাকমা ওরফে ভোলা(৪০), মলিন্দা চাকমা ওরফে নিমেন (৫৮), লক্ষী জীবন চাকমা ওরফে তুজিম(৩৮), মিলন ত্রিপুরা (২৮), রাপ্রু মারমা (২৯), পুলু মারমা ওরফে এ্যাপোলো(৩৫), জ্ঞান বিকাশ চাকমা(৩০), আলোকময় চাকমা ওরফে ব্রজেস (৫৬), মিটন চাকমা(২৮)।
মামলার এজাহারে বলা হয়, গত ৩ জানুয়ারী বেলা ১২টার দিকে আদালতে হাজিরা দিয়ে বাসার সামনে দাঁড়িয়ে ছোট ভাই বাগেশ চাকমার সাথে কথা বলছিলেন। এসময় সেখান থেকে তাতিন্দ্র, সুদর্শন, শক্তিমান ও তপনের নির্র্দেশে মামলার অন্য আসামীরা মিঠুনকে তুলে নিয়ে যায়। পরে শহরের নিউজিল্যান্ড এলাকায় জেএসএস নেতা সুদর্শন চাকমার লাইসেন্স করা পয়েন্ট টুটুু রাইফেল দিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা মিঠুনকে গুলি করে। পরে উজ্জ্বল কান্তি চাকমা ও নবদ্বীপ চাকমা নিজেদের অস্ত্র দিয়ে মিঠুনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এদিকে মামলার বাদী অনি বিকাশ চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সদর থানায় মামলা করতে চেয়েছিলাম। কিন্তু থানায় মামলা গ্রহন না করায় আমরা আদালতে মামলা করতে বাধ্য হয়েছি। মামলায় মিঠুনের স্ত্রী রিনা দেওয়ান, ছোট ভাই বাগেশ চাকমাসহ ৪জনকে স্বাক্ষী করা হয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ‘আমরা এখনো আদালতের নির্দেশনা হাতে পাইনি। পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এইমাত্র প্রকাশিতঃ
- যুব মহিলালীগের বঙ্গমাতার জন্মদিন উদযাপন
- পাহাড়ে হঠাৎ বেড়েছে ম্যালেরিয়ার আতঙ্ক
- প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে ইচ্ছে মত ভাড়া আদায়ের অভিযোগ!
- জাতির পিতার জীবন সংগ্রামে বঙ্গমাতার অবদান অনস্বীকার্য: দীপংকর তালুকদার এমপি
- ডিসির নামে টাকা নিয়েছেন শুনে ক্ষেপলেন জেলা প্রশাসক
- রামগড়ে প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ বিজিবির
- অভিলাষ ক্রিকেট ক্লাবকে পৌরসভার আসবাব প্রদান
- অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকুক: নানিয়ারচরে দীপংকর