অসুস্থ সন্তানকে ঔষধের পরিবর্তে ভুল করে মা বিষ পান করিয়ে দেয়ায় প্রাণ গেলো এক বছরের সন্তান জাহিদ হোসেন আলিফ’র। বৃহস্পতিবার রাঙামাটি শহরের কলেজ গেইট মন্ত্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশিরা জানিয়েছেন, আলিফ গত কয়েকদিন ধরে জ¦রে আক্রান্ত ছিলো। অন্যদিকে ঘরের সামনের পেঁপে গাছের পোকা নিধনের জন্যে ঔষধ এনেছিলো আলিফ’র বাবা। ভুল করে পোকা নিধনের বিষ ও আলিফের জ¦রের ঔষধ একসাথে রাখায় আলিফের মা তাকে ঔষধ খাওয়ানোর সময় ভুল করে পেঁপে গাছের পোকা নিধনের ঔষধ পান করিয়ে দেয়। এতে করে শিশু আলিফের শরীর আরো অসুস্থ হয়ে পরলে তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। দায়িত্বরত চিকিৎসক দীর্ঘক্ষন প্রচেষ্টার পরেও বিষক্রিয়া শরীরে ছড়িয়ে পরায় তাকে বাঁচাতে পারেনি।
আলিফের মা বিবি আয়শা বলেন, আমার ছেলে কয়েকদিন ধরে জ¦রে আক্রান্ত ছিলো। তাকে রোজ তিন বেলা ঔষধ খাওয়াতে হতো। তার বাবা ঘরের সামনের পেঁপে গাছে পোকা আসায় গাছের পোকা মারার জন্যে বাসডিন বিষ এনেছিলো। সব ঔষধ একসাথে রাখায় আমি আলিফকে যখন ঔষধ খাওয়াতে যায় তখন ভুল করে আমার ছেলেকে পোকা মারার ঔষধ খাওয়ায়ে দিয়েছি। তার পরই আমার ছেলে আরো অসুস্থ হয়ে পরে, তাকে সাথে সাথে হাসপাতালে নেয়া হয়।
রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলার বেলাল হোসেন টিটু জানান, আমার এলাকার মুন্নার এক বছরের সন্তান আলিফকে তার মা ভুল করে বিষ পান করিয়ে দেয়ায় শিশুটি মারা যায়। প্রানান্ত চেষ্টার পরেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। আমার মনে হয় সন্তানের বাবা মাকে আরো সচেতন হতে হবে। এমন ছোট সন্তান বাড়িতে থাকলে আরো বেশি সতর্ক হতে হবে অভিবাবকদেরকে।
রাঙামাটির সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর জানিয়েছেন, দুপুরের দিকে হাসপাতালে এক বছরের সন্তান আলিফকে আনা হয়। আমরা দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারিনি। তার শরীর জুড়ে বিষ ছড়িয়ে পড়েছিলো।
রাঙামাটি কোতয়ালী থানার এসআই শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক ভাবে আলিফের মা তাকে ভুল করে বিষ খাইয়ে দিয়েছে বলে মনে হয়েছে। ’
2 Comments
ঘটনাটি অামি সকালে খুব কাছ থেকে দেখেছি,খুব খারাপ লেগেছে ব্যাপারটি। অামার খটকা লেগেছে এক জন মা কি ভাবে নিজের সন্তানকে বিষ খাওয়াতে পারে!! কেমনে এমর ভুল সম্ভব!! কারন বিষটি ছিল খুব দুর্গন্ধযুক্ত — বাচ্ছা টি হাসপাতালে অানার সাথে সাথে দুর্গন্ধে অাসে পাছে যারা ছিল সবাই নাক ঢাকছিল–এমন দুর্গন্ধ যুক্ত বিষের শিশি খুলে চামচে নিয়ে বাচ্ছাকে খাইয়ে দিতে মা একটুও বুঝবেনা!!!অাজব ব্যাপার–???
hmmm sunc