মাহিন্দ্রের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

পানছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে মাহিন্দ্রের ধাক্কায় নিতাঞ্জল চাকমা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে পানছড়ির কুড়াদিয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো. জাহিদ ও আয়েশা বেগম নামে আরও দুইজন আহত হয়েছে।
নিহত নিতাঞ্জল চাকমা (৩৫) পানছড়ির লতিবান ইউনিয়নের লতিবান গ্রামের জগলেন্দু চাকমার ছেলে। আহত মো. জাহিদ ও আয়েশা বেগম মাটিরাঙা উপজেলার তবলছড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পানছড়ির কুড়াদিয়াছড়া এলাকায় বিপরীতমুখী মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা গুরুতর আহত নিতাঞ্জল চাকমাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তূর্য বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘থানায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’