করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় রাঙামাটিতে ১০জনকে জরিমানা করা হয়েছে। জনসাধারণকে মাস্ক ব্যবহারে সচেতন করতে প্রতিদিনের মত বুধবার সকাল ও বিকালে শহরে আলাদা অভিযানে নামে সদর উপজেলার এসি ল্যান্ড ফাতিমা সুলতানা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান।
সকালে শহরের বনরুপা বাজার, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারে মাস্ক ব্যবহার না করায় এসি ল্যান্ড (সদর) ফাতিমা সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে ১ হাজার টাকা জরিমানা করা করেন এবং মাস্ক ব্যবহার এর বিষয় এ সচেতনতা মূলক মাইকিং করেন। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে ৪শতটাকা জরিমানা করেন এবং অন্য আইনে ১০০০ টাকা জরিমানা আদায় করেন একজন থেকে।
জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটগণ। অপরদিকে সদর উপজেলায় নতুন করে ১০জনের শরীরে করোনা সনাক্তের তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩জনের নমুনা সংগ্রহ করা হয় যার মধ্যে ১০জনের পজিটিভ আসে। এই নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ হয়েছেন ১০৫২, সুস্থ হয়েছেন ৯৪৪জন।