মাস্ক না পড়ায় লংগদুতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লংগদু প্রতিনিধি ॥
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনসাধারণকে নিরাপদে রাখতে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করেছে স্বাস্থ্য বিভাগ। তবুও হাটবাজারে জনসমাগম এলাকায় সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এখনো বেশিরভাগ মানুষ মাস্ক ছাড়াই চলাচল করছে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং বাধ্যতামুলক মাস্ক পড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত রেখেছে প্রশাসন।
বুধবার সকালে লংগদু উপজেলা পরিষদের মুলফটকের মোটরসাইকেল স্ট্যান্ডে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় বেশ কয়েকজন পথচারী ও মটর সাইকেল চালককে মাস্ক না পড়ায় ৮০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।
উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, শীতকালে করোনার প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষকে নিরাপদে রাখতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান চালিয়ে আজও বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। করোনাকালীন অভিযান ছাড়াও হাটবাজারে ভেজাল বিরোধী অভিযান এবং নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত আছে।