মাস্ক না পরায় কাপ্তাইয়ে ১১ জনকে জরিমানা

কাপ্তাই প্রতিনিধি ॥
গত কয়েকদিনে কাপ্তাই এ করোনা শনাক্তের হার বেড়ে গেছে। সর্বশেষ গত শুক্রবার ও শনিবার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা মিশন এলাকায় ৮ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি। এই অবস্থায় কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত প্রতিদিন উপজেলার জনবহুল স্থানে জনগণকে মাস্ক পরিধান করে চলাচল করতে সচেতন করছে।
এদিকে রবিবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই সময় মাস্ক পরিধান না করায় ১৮৬০ সনের দন্ড বিধির ২৬৯ ধারা মোতাবেক ১১ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেন এবং ১১ জনের প্রত্যেককে ১০০ টাকা করে সর্বমোট ১,১০০ টাকা জরিমানা আদায় করেন।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য এবং নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।