খাগড়াছড়ি

মানিকছড়ি শংকর মঠ ও মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী

মানিকছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শংকর মঠ মিশনে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু , প্রথম দিনে অনুষ্ঠান ছিল গীতাপাঠ প্রতি যোগীতা, পরুষ্কার বিতরণ,মহতী ধর্ম সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

এসময শ্রীমৎ সাধনানন্দ ব্রম্মচারী মহারাজ সভাপতিত্বে ও সুমন শীল’র সঞ্চালনায় মানিকছড়ি সংকর মঠ মিশনে প্রতিষ্ঠাতা সম্পাদক ডাঃ দ্বিপন কর্মকার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন , এ সময় অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি মন্দির ভিত্তিক শিশুও গণশিক্ষা কার্যক্রম,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট-ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, দীপঙ্কর চন্দ্র মন্ডল, প্রধান ধর্মীয় আলোচক শ্রীমৎ তাপসানন্দ গিরি মহারাজ,মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন রাংঙ্গামাটি বাঙ্গালহালিয়া ওঁকারেরস্বর মঠে অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ গিরি মহারাজ,আর্শিবাদক৷ ছিলেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ সেবাশ্রম’র অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বল ব্রম্মচারী মহারাজ, খাগড়াছড়ির সনাতন সমাজ কল্যান পরিষদের সম্পাদক সজল বরণ সেন( সদানন্দ হরিদাস), মানিকছড়ি উপজেলা শাখা সম্পাদক ডাঃ অমর কান্তি দত্ত,সভাপতি রুপেন পাল, মানিকছড়ি রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ে ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টর অজিত নাথ, খাগড়াছড়ির সনাতন ছাত্র ও যুব পরিষদে সভাপতি স্বপন ভট্রাচার্য্য,মানিকছড়ি উপজেলা শাখা সম্পাদক রাহুল শীল ও সভাপতি দীপক নাথ প্রমূখ।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − four =

Back to top button