খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় জুলেখা বেগম(২০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে মানিকছড়ির গচ্চাবিল এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, দীঘিনালা থেকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল যোগে জুলেখা চট্টগ্রামে যাচ্ছিল। পথে মানিকছড়ির গচ্চাবিল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুজন গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুলেখা বেগমকে মৃত ঘোষনা করেন। মোটরসাইকেলটির চালক একটি আঘাত পেয়েছেন।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটির চালক পুলিশ হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।