মানিকছড়ি প্রতিনিধি ॥
গত ২০ এপ্রিল কাল বৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়ে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার টিনসেট ঘর। ফলে পড়ালেখা বিঘœ ঘটে প্রতিষ্ঠানে। এতে অভিভাবক ও মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকছড়ি উপজেলা শাখার সদস্যরা স্বেচ্ছাশ্রমে ১২০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের টিনসেট ঘরটি সোমবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সংস্কার করেন।
এসময় উপস্থিত থেকে কাজের তদারকি করেন সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. লোকমান হোসেন ফকির, খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক ও মাদরাসার পরিচালক এবং প্রভাষক মো. মনির হোসেন, সংগঠনের মানিকছড়ি শাখার সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক মো. আবু তাহেরসহ বিভিন্ন শাখা কমিটির নেতাকর্মীরা।
স্বেচ্ছাশ্রমে এই শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের ফলে মঙ্গলবার থেকে পুরোদমে শ্রেণী কার্যক্রমে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। মাদরাসার পরিচালক ও মানিকছড়ি সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক মো. মনির হোসেন জানান, প্রতিষ্ঠানে অর্থসংকট থাকায় এবং তাৎক্ষণিক সরকারি সহযোগিতা পেতে দেরি হওয়ায় সোমবার ৩৫-৪০ জন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির আশেকান আন্তরিক হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে স্বেচ্ছাশ্রমে মাদরাসাটি সংস্কার করেন। এতে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সাময়িকভাবে হলেও ফিরে পেয়েছি। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।