মানিকছড়ি প্রতিনিধি ॥
স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে ও মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি এলাকায় প্রতিষ্ঠিত কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বৃহস্পতিবার সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনটির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসান উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রবিউল হোসেন, আলো সম্পাদক মো. তাজুল ইসলাম, নির্বাহী সদস্য নাহিদা আকতার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ.লীগ সদস্য রফিকুল ইসলাম পাটোয়ারী, যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মো. নুরুল ইসলাম শামীম, মানিকছড়ি প্রেসক্লাব সাংগঠনিক চিংওয়ামং মারমা মিন্টু।
পরে মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সদস্যরা ওই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে। এতে সহযোগিতা করেন সংগঠনটির সদস্য মো. আরিফ হোসেন, মো. মনির হোসেন, মো. শাহাদাৎ হোসেন, রিমন মাহমুদ, আকলিমা আক্তার।