মানিকছড়ির পান্নাবিল এলাকায় বড়বিল খালের মূখে ছড়ার পানিতে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে স্কুল ছাত্র ক্যাহ্লাচিং মারমা(১০) নিহত হয়েছে।
এলাকাবাসী জানায়, বুধবার দুপুরের দিকে উপজেলার পান্নাবিল এলাকার বড়বিল খালের মূখে ছড়ার পানিতে খেলতে গিয়ে বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ক্যাহ্লাচিং মারমা(১১) নিহত হয়েছে। নিহত ক্যাহ্লাচিং বড়বিলের চাইথোয়াই মারমা পুত্র।
খবর পেয়ে মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ সরেজমিনে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। এদিকে খালের(ছড়া)মাটি চাপায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় লোকালয়ে শোকের ছায়া পড়েছে।