মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়িতে শ্বেত পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার ঘটনায় বৌদ্ধ ভিক্ষু সংঘের দাবির প্রেক্ষিতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে মো. নুর আলমকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ উপজেলার ডাইনছড়ি লাল টিলা এলাকায় মো. নুর আলম নামক এক ব্যক্তির ঘরে শ্বেত পাথরের বুদ্ধ মূর্তির সন্ধান দিয়ে পুলিশকে অবহিত করেন বৌদ্ধ সম্প্রদায়েরা লোকজন। পরে পুলিশ মূর্তির সাথে সরাসরি কারও সম্পৃক্ততার সত্যতা না পাওয়ায় এবং মূর্তিটি ঘরের বাইরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে তা আদালতে প্রেরণ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা, মূর্তিটি বৌদ্ধ সম্প্রদায়ের হাতে ফেরত দেওয়াসহ ৫ দফা দাবিীজানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে ২ মার্চ শনিবার খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় মানববন্ধন বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ বুদ্ধ শাসন ভিক্ষু কল্যাণ পরিষদ, মানিকছড়ি ভিক্ষু সংঘ, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মং সার্কেল ভিক্ষু সংঘ, সংঘরাজ ভিক্ষু মহাসভা ও জ্যোতিসারা ভিক্ষু সংঘ”।
মানিকছড়ি থানার ইনচার্জ মোহাম্মদ শাহনূর আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।