দুর্গম পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যহত রেখে পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রানী নিহার দেবী উচ্চ বিদ্যালয় মাঠে সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধনকালে এ কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রকিব উদ্দিন খান।
বাংলাদেশ ইন্সটিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (বিকা) ও কুমিল্লা চক্ষু হাসপাতাল’র সহায়তায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প। এতে মানিকছড়ি উপজেলা ছাড়াও পাশ্ববর্তী গুইমারা, রামগড় ও লক্ষীছড়ির প্রত্যন্ত অঞ্চলের গরীব ও অসহায় রোগীরা চিকিৎসা সেবা নেন।
এসময় সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দিন, সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন মাহমুদুল হাসানসহ সামরিক কর্মকর্তা ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।