মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়িতে শুরু হয়েছে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। রবিবার সকালে মানিকছড়ি টাউন হলে বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা, উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল খালেক, মানিকছড়ি সরকারি কলেজ পভাষক মিলন্টন সেন, মোঃ কামাল উদ্দীন, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চৌধুরী।
এসময় অতিথিরা স্টল পরিদর্শন করেন। এতে মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রি কলেজ, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে তাদের উদ্ভাবনী খন্ডচিত্র উপস্থাপন করেন।