খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে অল্প সময়ের ব্যবধানে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৃথক এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকছড়ির হাতিমুড়া এলাকার মোঃ শাহ আলমের শিশু কন্যা নুসরাত জাহান ও উপজেলার তিনটহনী বাজার এলাকার মোঃ দেলোয়ার হোসেনের শিশু পুত্র মোঃ শাওন আহম্মেদ। তাদের দুজনের বয়স দেড় বছর। ঘটনাগুলোর পর শিশু দুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, সকালে হাতিমুড়া এলাকায় মোঃ শাহ আলমের শিশু কন্যা বাড়ির পাশে ড্রেনের পানিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনার এক ঘন্টা পর মানিকছড়ির তিনটহরী এলাকায় মোঃ দেলোয়ার হোসেনের দেড় বছরের শিশু পুত্র মোঃ শাওন বাড়ীর পুকুরে পড়ে যায়। পরে তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহি উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ শাহনূর আলম বলেন, ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।