মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হাতিমুড়া-ডলু সড়কে আনারস বোঝাই একটি জীপ উল্টে ঘটনাস্থলে দুৃই শিশুশ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলু পাড়ায় সোমবার দুপুর সাড়ে ১২টার পর আনারস বোঝাই জীপ হাতিমুড়া বাজারে আসার পথে উঁচু টিলা উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে জীপ গাড়ী পেছনের দিকে ছুঁটে গিয়ে কয়েকবার উল্টে গিয়ে গাড়িতে থাকা শ্রমিক ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাজু মারমা (১৫) (পিতা চাইথোয়াই মারমা, গ্রাম-ডেপুয়া পাড়া) ও ওসমানপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র উগ্যজাই মারমা (১২) (পিতা হ্যাংল্লা মারমা, গ্রাম হাতিমুড়া) গাড়িচাপায় ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় গুরুতর আহত রাসাই মারমাকে (৩৫) (পিতা থোয়াইচাই মারমা, গ্রাম ফকিরনালা) স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, হতাহতের খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত জীপ ও লাশ করে। মানিকছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ও গাড়ি পুলিশ উদ্ধার করেছে।