মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়িতে লোকালয়ে শতাধিক চুলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ও কয়লার চুলা ধ্বংস করার নিদের্শনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার ডাইনছড়ি মাস্টারঘাটায় কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ।
সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ জরিমানা আদায়ের বিষয়টি স্বীকার করে বলেন, লোকালয়ে এভাবে আইন বহির্ভূত কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ফলে পরিবেশ মাত্রাতিরিক্ত দূষিত হচ্ছে। বন সম্পদ ধ্বংসের পাশাপাশি পরিবেশ দূষিত করায় সকল কয়লা চুলা আগামী ১ মাসের মধ্যে বন্ধ করতে নিদের্শনা দেওয়া হয়েছে। এসময় ব্যবসায়ী মো. নজির আহমদ ও মো. আবদুর রাজ্জাককে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।