মানিকছড়ি উপজেলায় নতুন করে ৩ জনের দেহে প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’ সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে দুই জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। অপ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলায় নুতন করে ৩ জনের দেহে ‘করোনা’ পজিটিভ পাওয়া গেছে। গত ৩ জুন-২০২০ খ্রি. তারিখে এ উপজেলা থেকে ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৭ জুন প্রাপ্ত রির্পোটে ৩ জনের দেহে ‘করোনা’পজেটিভ রির্পোট পাওয়া কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রতন খীসা।
তিনি জানান, ৩ জনের মধ্যে ২ জন সরকারী চাকুরীজীবি ( ব্যাংক স্টাফ, সিএইচসিপি) ও ১ জন ফাস্ট ফুডের কারিগর। সরকারী চাকুরীজীবি ২জন গত ৩ জুন থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অপরজনকে আজ রিপোর্ট পাওয়ার পর হোম কোয়ারেন্টানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো বিষয়টিতে নজরদারী রাখছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রতন খীসা বলেন, ইতোপূর্বে হাসপাতালের ১জন স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে দায়িত্বে ফিরে এসেছেন। সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।