
রাঙামাটিতে এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকালে শহরের ট্রাক টার্মিনাল এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ও ডিবি এসআই মো. আহসানুর জামান’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী কামাল হোসেন (৩১) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়।
আটক কামালের বাড়ি রাঙামাটি শহরের ওমদা মিয়া পাহাড় এলাকায়।
ভ্রাম্যমান আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে কামাল নামের একজনকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করি। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৬ দ্বারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্যে কাজ করে যাচ্ছে। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।