কোভিড ১৯ (করোনা ভাইরাসের) প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হত-দরিদ্র, প্রতিবন্ধি, এতিম, বিধবা ও অসহায় মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট তৃতীয় ধাপে এ মানবিক সহায়তা বিতরণ করে।
বুধবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুড প্যাকেজের আওতায় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সুজিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফুড প্যাকেজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সাবেক যুব প্রধান মো: ফরিদ আহমেদ ও মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান কমল কৃষ্ণ দে বক্তব্য রাখেন।
মানবিক আয়োজনের জন্য যুব রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। করোনার শুরু থেকেই সরকারের পাশাপাশি এ প্রতিষ্ঠান কর্মহীন মানুষের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছে। করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় সরকারের নানামুখী উদ্যোগের কথা উল্লেখ করে বক্তারা বলেন, সকলকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।