খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহি বাসের ধাক্কায় কালা মারমা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটর-সাইকেলের অপর আরোহি নীহল ত্রিপুরা গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালা মারমা গুইমারা উপজেলার রাবার বাগান এলাকার মথু মগের ছেলে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসটি খাগড়াছড়ি যাচ্ছিল। পথে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটর-সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটর-সাইকেলের চালক নিহত হয়। মোটরসাইকেলটির আরোহি গুরুতর আহত হয়। তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।