মাটিরাঙ্গায় ফের শামসুল হক মেয়র

মাটিরাঙ্গা পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শামছুল হক ‘নৌকা’ প্রতীকে ৫,৯৯৫ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এম এম জাহাঙ্গীর আলম ‘মোবাইল’ ৩,৭৫৮ ভোট পেয়ে হয়েছেন নিকটতম প্রতিদ্বন্ধি। এছাড়া বিএনপি’র শাহজালাল কাজল ‘ধানের শীষ’ প্রতীকে ৩,৭১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। খাগড়াছড়ি নিবার্চন অফিসার ও রির্টানিং কর্মকর্তা রাজু আহম্মেদ বেসরকারি ফলাফল ঘোষনা করেন।
মাটিরাঙ্গা পৌর সভা নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরু হওয়ার আগে থেকেই ভোট কেন্দ্রে ভোটটারদের উপস্থিতি ছিলে ব্যাপক। ভোটারদের মাঝে উৎসব মূখর আনন্দ দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যনীয় ছিল।
ধলিয়া কেন্দ্রে মোশারফ নামে এক যুবক জাল ভোট দিতে এসে ধরা পড়ে। ভোট গ্রহন শেষে তাকে সন্ধ্যায় ছেড়ে দেয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খাগড়াছড়ি নিবার্চন অফিসার ও রির্টানিং কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, রোববার সকাল থেকে ভোটাররা নিরাপদে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছে। কোন কেন্দ্র অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।