খাগড়াছড়ি মাটিরাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল গাঁজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মো: তাজুল ইসলাম বাদশা (৪৭)। সে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাজার টিলা এলাকার মৃত আঃ ওয়াহাব‘র বড় ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রর আইসি এসআই মো: জালাল উদ্দিন ও এএসআই বিকাশ সিংহ এর নেতৃত্বে পুলিশের একটি দল তাইন্দং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাজার টিলা এলাকার নিজ বাড়ি থেকে মো: তাজুল ইসলামকে আটক করে। এসময় পুলিশ মো: তাজুল ইসলামের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করে।
আটক ব্যাক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে তাইন্দং ইউনিয়নের বিভিন্ন স্থানে বিক্রি করতো এবং গাঁজা ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে বলেও জানিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আটককৃত ব্যাক্তি বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ৭ (ক) ধারায় তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই বিকাশ সিংহ বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৬ তারিখ : ০৯.০৮.২০১৭ইং।