খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় মিলাদ মাহফিলের মধ্যদিয়ে শান্তিপুর উচ্চবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন ছাত্র, ছাত্রীদেরকে বরন সংবর্ধনা দেওয়া হয়েছে। শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জি.এম সারোয়ারের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন ছাত্র ছাত্রীদেরকে বরন সংবর্ধনা অনুষ্টানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সভাপতিত্বতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংশেপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীগের সভাপতি মো.শামছুল হক, উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক সুভাষ চাকমা, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আব্দুল রাজ্জাক, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আযম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খন্দকার, প্রমুখ বক্তব্য রাখেন।
বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষথেকে মানপত্র পাঠকরেন পরীক্ষার্থী সুমাইয়া আক্তার। অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল, মো.ওসমান মেম্বার, বিদ্যালয়ের শিক্ষক মো.আবু সাইয়ীদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অভিবাবক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের সদস্য অনুষ্ঠানে বক্তব্যয়ে বলেন দেশ এগিয়ে যাচ্ছে বতমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাখাতের অনেক উন্নয়ন বাস্তবায়ন করেছেন। শান্তিপুর বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও মাঠের মাটিভরাট আগামী জুনমাসের মধ্যে পার্বত্য জেলা পরিষদ করেদিবে বলে আশ্বাসদেন। তিনি আরো বলেন আগামী কাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্রগ্রামের সাড়ে চার হাজার ইউনিসেফের পাড়া কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্কুলগুলো উদ্বোধন করবেন, বতমান সরকার বাংলাদেশের প্রতিটি উপজেলায় ১টি কলেজ ১টি উচ্চবিদ্যালয় জাতীয় করন করেন।
তিনি আরো বলেন, খাগড়াছড়ি স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল এিপুরার নেতৃত্বে খাগড়াছড়ি জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে রাস্তা, ব্রিজ, কালভার্ট স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিদ্যুাৎনে উন্নতী হয়েছে। বিশেষ অতিথি মাটিরাঙ্গা পৌরসভার মেয়র তিনি শান্তিপুর উচ্চবিদ্যালয়ের অভিবাকদের উদ্দেশে বলেন ছেলে, মেয়েদের লেখাপড়ার খোজ খবর নেওয়ার আহবান জানিয়ে বলেন, নিজেকে গড়ার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। সলক পরীক্ষার্থীদের বলেন আগামী পরীক্ষায় নকল মুক্ত পরীক্ষা দিতে প্রস্তুত হও সবাই। লেখাপড়া করবে যারা পরীক্ষায় পাসকরবে তারা
আলোচনা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও ১৫০জন গরীব ও শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র তুলেদেন অতিথিরা।