খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে মো. সোলায়মান বাদশা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে মাটিরাঙ্গা পৌর শহরের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সোলায়মান ওই এলাকার মৃত. আবদুল মজিদের ছেলে। তিনি মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের নেতা বলে জানা গেছে।
ইয়াবা বিক্রি প্রস্তুতি চলছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নবীনগরে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ সোলায়মানকে আটক করা হয়। সোলায়মান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবাসহ আটক সোলায়মানকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।