
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার মোড় থেকে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। মাটিরাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা এএসআই মো: শাহজালাল এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার মোড় থেকে ইয়াবা বিক্রি কালে হাতেনাতে ৭০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদ পুর এলাকার মৃত মনোঞ্জর বনিকের বড় ছেলে বাসুদেব বনিক (৩৫), মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকার মো: হারুনুর রশিদের ছোট ছেলে মো: আরিফ হোসেন (২০)।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। আটক যুবকরা দীর্ঘদিন থেকে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এস আই সুনীল সূএধর বাদী হয়ে মামলা দায়ের করেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।