মাটিরাঙ্গা উপজেলায় তবলছড়ি ইউনিয়নে বজ্রপাতে বাবা মেয়ে ও মামাত ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাটিরাঙ্গার তবলছড়ি ২নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিলন কার্বারী পাড়া এলাকার মৃত পূর্ণ কুমার ত্রিপুরা ছেলে নন্দ মোহন ত্রিপুরা (৪০), তাঁর মেয়ে ললিতা ত্রিপুরা (১৬), এবং ললিতার মামাত ভাই মিঠুন ত্রিপুরা (৩০)।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নন্দ মোহন ত্রিপুরার নিজ বাড়ির আঙিনায় বসে ছিলো আকষ্মিক বজ্রপাতে মারাত্মকভাবে তারা আহত হয়। ঘটনার পরপরি স্থানীয়রা নন্দ মোহন ও ললিতাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম মৃত ঘোষনা করেন। অন্যদিকে হাসপাতালে আনার পথে মিঠুনের মৃত্যু হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো নিশ্চিত করে বলেছেন, বজ্রপাতে মারাত্মক ভাবে আহত হয়ার পরপরি তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ ও স্থানীয়রা তাদেরকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। পরে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।