মাটিরাঙ্গায় অস্ত্র ও গুলিসহ নকুল ত্রিপুরা (৪০) নামে এক সন্ত্রসীকে আটক করেছেসেনাবাহিনী । সে বাইল্যাছড়ির বিমল ত্রিপুরার ছেলে।
সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মো. মিজানুর রহমান পিএসসি-জি এর নেতৃত্বে মাটিরাঙ্গা সেনা জোনের একটি টহল বাইল্যাছড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেয়া তথ্য মতে একটি এলজি ও দুই রাউন্ড এ্যানিমেশন উদ্ধার করে নিরাপত্তা বাহনিরীর সদস্যরা। সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নকুল ত্রিপুরা নিজেকে জেএসএস (সংস্কার) গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক নকুল ত্রিপুরাকে গুইমারা থানায় সোপর্দ করা হয়েছে বলে মাটিরাঙ্গা জোন সুত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ যোবায়েরুল হকের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নকুল ত্রিপুরাকে সেনাবাহিনী আমাদের কাছে সোপর্দ করেছেন,আমরা তার বিষয়ে অস্ত্র আইনে মামলা রুজু করেছি।