
মহান বিজয় দিবস উপলক্ষে পার্বত্য বিষয়ক মন্ত্রানালয়ের আয়োজনে এবং তিন পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ এডবেঞ্চার ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হওয়া ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইকাররা এখন রাঙামাটি শহরে।
শনিবার সকালে রাঙামাটি সাজেক রুইলুই থেকে শুরু হওয়া যাত্রায় মাউন্টেন বাইকাররা খাগড়াছড়ি হয়ে রাঙামাটি এসে পৌঁছায়।
বিকাল চারটায় প্রথম বাইকার ফিনিশিং পয়েন্ট ক্রস করেন।
তিন দিনে এই যাত্রায় তারা রোববার সকালে আসামবস্তি ব্রিজ থেকে বান্দরবান’র উদ্যেশে রওনা হবে। সর্বোশেষ ১৮ডিসেম্বর বান্দরবার শহর থেকে থানচিতে গিয়ে প্রতিযোগিতা শেষ করবে। সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।