
রাঙামাটির লংগদু উপজেলার ৬নং মাইনীমূখ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল আলী ২ হাজার ৪০২ ভোট পেয়েছেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন কমল আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৯১ ভোট।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ভোটগ্রহণ শেষ হয়। মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়। নির্বাচিত নতুন চেয়ারম্যান আব্দুল আলী মাইনীমূখ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি।
এ নির্বাচনে অন্য আরেক স্বতন্ত্র প্রার্থী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের চাচাতো ভাই মো. সেলিম অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৩৯ ভোট। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হালিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে রজনীগন্ধা প্রতীকে পেয়েছেন ৫১১ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী মোটর-সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও নির্বাচনের একদিন আগে আওয়ামীলীগের দলীয় প্রার্থীকে সমর্থন করে তিনি পান ১৩৪ ভোট।
