রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখে শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ মাইনীমূখ ইউনিয়ন শাখার আয়োজনে রোববার বিকালে ইউপি চত্বরে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহর আলী,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেক হোসেন,মাইনীমূখ বাজার কমিটির সভাপতি কামাল পাশা, মটরসাইকেল সমিতির সভাপতি মাসুদ মিয়া সবুজ,ব্যবসায়ী মোহাম্মদ সেলিম ছাত্রনেতা নেছার উদ্দীন রিদয় প্রমূখ।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন ও সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জুর পরিচালনায় এ টুর্ণামেন্টে এ যাবৎ ২৬ টি দল নিবন্ধন করেছে। নক আউট পদ্ধতির এ প্রতিযোগীতায় উদ্বোধনী খেলায় হানিফ- তরিকুল গ্রুপ ২-১ গেমে আনোয়ার গ্রুপকে পরাজিত করে দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়।
1 Comment
আমরা অংশ গ্রহন করতে পারবো