নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
‘একের রক্ত অন্যের জীবন, রক্তেই হোক আত্মার বাঁধন, গর্ভবতী মায়ের জন্য দুইজন রক্ত দাতা প্রস্তুত রাখুন’ এই শ্লোগানে রাঙামাটির লংগদুতে স্বেচ্ছায় রক্তদান সংগঠন মাইনীমুখ ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লংগদু উপজেলার মাইনীমুখ বাজারস্থ ইউপি কর্যালয়ের সামনে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
মাইনীমুখ ব্লাড ব্যাংকের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল এই ক্যাম্পেইন উদ্বোধন করেন। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক হারুন অর রশীদ, উপদেষ্টা মাইনীমুখ মেডিকেল হলের আবাসিক চিকিৎসক ডাক্তার তালহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে দেড় শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।