মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী অনুষ্ঠানের মাধ্যমে ৩য় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি হস্তান্তর কর্মসূচি উদ্বোধন করেন।
সারাদেশের মতো মহালছড়িতেও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের মতো জমির দলিল ও নির্মাণকৃত ঘরসমূহের চাবি হস্তান্তর করা হয়। মহালছড়ি টাউন হলে জমির দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তার, উপজেলা ভাইস চেয়ার জসিম উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আশিকুর রহমান ভুঁইয়া, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এনামুল হোসাইন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমাসহ অন্যান্য কমকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।