মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই ওষুধের দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান ব্যতীত সব দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ইউএনও অপসারণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই দোকানে মাটি ভরাট করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার। এ ঘটনাকে কেন্দ্র করে যত্রতত্র জরিমানা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউএনও’র অপসারণের দাবিতে মহালছড়ি বাজার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা দেন।