মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য সরবরাহ শুরু হয়েছে। রোববার সকাল ১১ টায় মুবাছড়ি ইউনিয়নে ৮শ ৮৫টি স্বল্প আয়ের পরিবারের মাঝে টিসিবি কার্ড বিতরণ করা হয় এবং উপকারভোগীগণ ন্যায্য মূল্যে ভ্রাম্যমান ট্রাক সেলের মাধ্যমে পণ্য সরবরাহ শুরু করেন। ১১০ টাকা হারে সয়াবিন তেল ২ লিটার, ৬৫ টাকা হারে ডাল ২ কেজি, ৫৫ টাকা হারে ২ কেজি চিনি সরবরাহ করেন উপকার ভোগীরা।
মুবাছড়ি ইউনিয়নের সচিব নিক্কন খীসা বলেন, উপকার ভোগীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতির মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ হতে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ড পেয়ে উপকার ভোগীরা সবাই ভ্রাম্যমান ট্রাকসেল হতে পণ্য সরবরাহ করেন। দ্বিতীয় দফায় এ কার্যক্রম আগামি এপ্রিল মাসে শুরু হওয়ার কথা রয়েছে।