মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে আয়োজিত গত ১৬ মে থেকে শুরু হওয়া জোনকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলায় অনির্বাণ স্পোর্টিং ক্লাব বনাম টিলা পাড়া একাদশ মধ্যকার খেলার মাধ্যমে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় মহালছড়ির এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর খেলার মাঠে এ চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন(পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রসিদ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান পাটোয়ারী। এ খেলায় হাজারো দর্শকের সমাগম ঘটে।
অনির্বাণ স্পোর্টিং ক্লাব বনাম টিলাপাড়া একাদশ এর মধ্যকার চুড়ান্ত পর্বের ৯০ মিনিটের খেলায় ৪-১ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় টিলাপাড়া একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধূলার মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি হয়। খেলাধূলা করতে গিয়ে একজন আর একজনের সাথে খেলতে হয়। অন্যের সাহায্য নিতে হয়, অন্যের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হয়। দলের একজন খেলোয়াড়ের ওপর অন্যজনের নির্ভরতা থাকে। খেলার মধ্যে সৃষ্ট পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস ও নির্ভরযোগ্যতা মানুষের ভেতরে সম্পর্ক তৈরি করে। সেই সম্পর্ক সহযোগিতার সৌহার্দ্যর ও সম্প্রীতির। খেলাধূলা যে শুধু মাত্র খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে তা নয় বরং খেলার দর্শক ও সমর্থকদের মধ্যেও এক ধরণের সম্প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে। এলাকার সকল সম্প্রদায়ের সাথে এ সম্পর্ক অটুট রাখতে মহালছড়ি জোন প্রতি বছর এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে।