মহালছড়ি প্রতিনিধি ॥
দেশব্যাপী সিরিজ বোমা হামলা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মহালছড়ি উপজেলা কৃষকলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা কৃষকলীগ সভাপতি মো. ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন ওঝা সঞ্চালনায় উক্ত মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি রতন কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। এছাড়াও আওয়ামীলীগের সহ-সভাপতি চিন্তাহরণ শর্মা, আওয়ামী মহিলা লীগ সভাপতি মোছা. জাহানারা বেগম, সাংস্কৃতিক সম্পাদক লিটন আচার্য্য, দপ্তর সম্পাদক অলক সেন, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির, ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক রনজিত দাশ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. লাল মিয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ হামিদুল ইসলাম এবং সদরের সকল ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম ও পাড়া মহল্লা হতে আগত নারী নেতৃত্ব, নেতাকর্মী ও আওয়ামী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।