রামগড় প্রতিনিধি
ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও মুসলমানদের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার প্রতিবাদে রামগড়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাহওহিদি জনতা।
রাসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন” এ শ্লোগানে শুক্রবার জুমার নামাজের পর রামগড়ের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাহওহিদি জনতার ব্যানারে, ধর্মপ্রাণ মুসলিম জনতার অংশগ্রহনে কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিলে যোগদান করেন। মিছিলটি রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে রামগড় ঈদগাঁ ময়দানে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুকের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হান্নান মনসুরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রামগড় উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহিববুল্লাহ আল-জামিয়া বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মীর হোসেন, রামগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, রামগড় ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হাই নিজামী, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সভাপতি মাওলানা মো. শহিদুল্ল্যাহ, ফেনীর কুল নুরুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন, বলিপাড়া মাদ্রাসার খতিব মাওলানা নুরুল আমীন, মাওলানা হাফেজ জুনাইদ বিন সাঈদ, ইসলামি যুব আন্দোলন, রামগড়, গর্জনতলী মসজিদের খতিব ক্বারী এরশাদ উল্লাহ, কোর্ট মসজিদ খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদি, কালাডেবা মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন আজীজি প্রমুখ।
এইমাত্র প্রকাশিতঃ
- লংগদুতে পাড়াকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নানা আয়োজনে বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- থানচিতে সুলভ মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু
- রাঙামাটিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১