তুমি এলে আজো, পশ্চাতে থামলো যখন ফুরমোনের চাঁদ
তখন আমি লিখছি চুপি চুপি হৃদয় তারে ব্যর্থ আর্তনাদ।
তুমি এলে ভেঙে দিয়ে সকল সিভিল শৃঙ্খল
তোমার পাশে উঠোন জুড়ে নামলো যখন খোদ আবেগের ঢল।
তারপরও পাইনি দেখা, তুমি ছিলে মেঘ আঁচলের আড়ালে
তারপরও দিলে না তুমি ধরা আমার এই অন্তর্গত জালে।
তুমি এলে কিশোর বেলা রাত-দুপুরে নামে
বনবাদাড়ে হরিণ পায়ে চপল মুহুর্তরা এখনো নাকি থামে
তোমার পাশে আমার ছায়া চুপটি গিয়ে দাঁড়ায়
তোমার শ্বাসে প্রবল হাওয়া বুকের পাঁজর নাড়ায়
অচিনপুরে হেলান দিয়ে দেখি আমি তোমার মুখচ্ছাপ
তোমার ছায়ায় হাতড়ে ফিরি হৃদয়ের উত্তাপ।
হঠাৎ দেখি স্মুতির ভীড়ে তখন তুমি উধাও
আজ আমার হৃদয় জুড়ে হুহুবাতাস, মন কাগজের নাও।